প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:৪৫:২৬
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৮:৪৬:১৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান বাজার থেকে মো: আব্দুল আওয়াল (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মহিউদ্দিন আহমেদ, পিপিএম, এএসআই (নিঃ) আব্দুল মান্নান, এএসআই (সঃ) সাইদুর ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সকালে বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ড এর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বনফুলের সামনে থেকে সন্দেহভাজন মো: আব্দুল আওয়াল (২৭) নামে এক যুবককে তল্লাশি করা হয়। এসময় তাকে তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, পরে তাকে আরো জিজ্ঞাসাবাদে সে তার নিজ বসতঘরের শয়ন কক্ষের বিচানার নিচ থেকে আরো ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট পুলিশের হাতে বুঝিয়ে দেয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আরো জানায়, বান্দরবান সদরের ৩নং ওয়ার্ড কালাঘাটা এর বাসিন্দা মো: আলী এর ছেলে মোঃ আব্দুল আওয়াল এর কাছ থেকে ১২৯পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, এর আগে গেল শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্যরা অভিযান পরিচালনা করে বান্দরবান সদর থেকে ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করে মামলা দায়ের শেষে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।