সাংবাদিকদের লিখনির মাধ্যমে পাহাড়ের অনেক সমস্যার সমাধান হয়েছে : পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৮:৩৩ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৩:০৮:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, গণমাধ্যম কর্মী এবং সরকার একে অপরের পরিপুরক, সাংবাদিকরা তাদের লিখনির মাধ্যমে পার্বত্য এলাকার সমস্যা তোলে ধরায় শান্তি চুক্তি স্বাক্ষর ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। অনেকে সাংবাদিকদের লিখনির মাধ্যমে সমালোচনা করাকে পছন্দ করেন না, কিন্তু আমরা এটাকে পজেটিভাবে গ্রহণ করি। গঠনমুলক সমালোচনা যে কেউ করতে পারে , এতে ক্রুটি বিচ্যুতিগুলো বের হয়ে আসে এবং আমরা সংশোধন হওয়ার সুযোগ পাই।

শুক্রবার বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত রাঙামাটি প্রেসক্লাবের বিশ্রামাগার উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, গুলির বিনিময়ে গুলি নয়, খুনের বিনিময়ে খুন নয়, আলাপ আলোচনার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর পাহাড়ে উন্নয়নের দ্বার উন্মুক্ত হয়েছে, কিন্তু কেউ কেউ এখনো উন্নয়নে বাঁধা সৃষ্টি করতে চাইছে। তিন পার্বত্য জেলায় বর্তমানে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে বলে জানান মন্ত্রী।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন(যুগ্ম সচিব)  ইফতেখার আহমেদ,  সোলার প্রকল্পের উপ সচিব হারুন অর রশিদ, বোর্ডের উপ সচিব জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমীন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ গণমাধ্যমকর্মীরা।

মন্ত্রী প্রেসক্লাবের জন্য লিফট বরাদ্দসহ আনুষাঙ্গিক সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া সাংবাদিক কল্যাণ ফান্ডের জন্য ৩ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions