সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জেলার সদর উপজেলার মগবানে সেচ পাম্পে বৈদ্যুতিক সঞ্চালন লাইন চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন চাকমা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। কৃষক সুজন চাকমা সদর উপজেলার মগবান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বড়াদম গ্রামের মৃত চন্দ্রনাথ চাকমার ছেলে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে মগবান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়াদম এলাকায় নিজ জমিতে সেচের পানির জন্য বৈদ্যুতিক পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন চাকমা গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে পরিবারের সদস্যরা তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন। ওসি জানান, ‘শুক্রবার মগবান ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। এটি খুবই দুঃখজনক ঘটনা।’