প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:৩৯:৩৬
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১২:১২:৩১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য শান্তি চুক্তির পর সরকার পাহাড়ে রাস্তাঘাট, ভবন, স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি। তিনি আরো বলেন, পাহাড়ের অন্ধকারাচ্ছন্ন এলাকাকে আলোকিত করতে যেখানে বিদ্যুৎ নেয়া সম্ভব নয় সেসব বিদ্যুৎবিহীন এলাকাকে আলোকিত করতে সোলার হোম সিষ্টেম বিতরণ করছে সরকার। এ সোলারের মাধ্যমে দুর্গম এলাকার মানুষ নানান সুবিধা পাচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে “পার্বত্য চট্টগ্রাম এলাকার সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প -২য় পর্যায়ের সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অসুইপ্রু চৌধরিী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাপ্তাইয়ের ওয়াগ্গায় ১শ ১৫ পরিবারের মাঝে ১শ ওয়ার্ডের সোলার হোম সিস্টেম বিতরণ করেন মন্ত্রী।
পরে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১০ কোটি টাকায় বাস্তবায়নাধীন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বাজার এলাকা হতে নিচপাড়া হয়ে রাস্তার নির্মাণ কাজ এবং সাবেক্ষ্যং ইউনিয়নের রিঝিবিল পাড়ায় রাস্তা ও আরসিসি ব্রীজের নিমার্ণ কাজের উদ্বোধন করেন।