প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩১:২১
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৮:৫১:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য দুর্গম এলাকার নারীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করতে পারে তার জন্য রাঙামাটিতে আধুনিক মহিলা হোস্টেল চালু করা হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীংকর তালুকদার।
তিনি আরো বলেন, পাহাড়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক সংকট দুর করতে শিক্ষা মন্ত্রনালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যাতে শিক্ষার মান বৃদ্ধি পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে রাঙামাটি সরকারী মহিলা কলেজ প্রাঙ্গনে ক্রীড়া ও সংস্কৃতি সমন্বয়ে শিক্ষা হয় পরিপূর্ণ এই প্রতিপাদ্যে রাঙামাটি সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়াসাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্টানে রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: এনামূল হক খোন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রাত্তন অধ্যক্ষ ও পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরসহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুবই আন্তরিক। পার্বত্য অঞ্চলের কোন দাবি তিনি ফেলে দেন না। আমরা দীর্ঘ পথ চলায় প্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চলের উন্নয়নে যতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি তা তিনি পুরণ করে দিয়েছে। রাঙামাটিতে দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা ছিলো খুবই বেশী। আমি প্রস্তাব রেখেছি তিনি বাস্তবায়ন করে দিয়েছেন।
এরআগে রাঙামাটি সরকারী কলেজের লাইব্রেীতে জাতির পিতার নামে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।
আলোচনাসভা শেষে রাঙামাটি সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।