জুরাছড়ির পানছড়ি ভুবন জয় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:২৮:১৭ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৯:০৯:২৪
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলায় পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী)উপজেলা মাঠে অনুষ্ঠিত খেলার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা উপস্থিত ছিলেন।

এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমাসহ সহকারি শিক্ষকগণ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সময় স্বগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিক সুমন্ত চাকমা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions