মহান ভাষা দিবস উপলক্ষে বান্দরবানে বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৪২:৫৪ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৬:০৪:৫৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে  বক্সিং প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই বক্সিং প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
মনোমুগ্ধকর ও টান টান উত্তোজনপূর্ণ এই প্রতিযোগিতায়  ১১টি বাউটে ২২জন বক্সার অংশগ্রহন করে।

বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সার্বিক তত্বাবধানে এসময় প্রতিযোগিতায় বান্দরবান বক্সিং ক্লাবের চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু, বক্সিং ক্লাবের পরিচালক (ব্যবস্থাপনা ও যোগাযোগ ) মো. লুৎফুর রহমান (উজ্জ্বল), জেলা ক্রীড়া অফিসের কর্মচারী মো.সানাউল্লাহ্সহ জেলা সদরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বক্সার এবং  ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের শুভেচ্ছা স্মারক ও সম্মানী প্রদান করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions