প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০৩:০৫
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০২:৪৯:৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোট ডুবে গিয়ে ২ জন পর্যটকের মৃত্যূ ও ৩ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের জেলা প্রশাসন বাংলো এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন পুষ্পরাণী(৫০) ও চায়নারাণী(৫৫)। নিহত ও আহতের বাড়ী জয়পুর হাট জেলার পাঁচবিবি থানায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ দুপুরের দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা করে ৬৪ জনের একদল পর্যটক হ্রদে ভ্রমনে যান। সন্ধ্যার দিকে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু পরিদর্শন শেষে পার্বত্য চট্টগ্রাম বোর্ড ঘাটে ফিরে যাচ্ছিলেন। এসময় জেলা প্রশাসন বাংলোর পাশে কাপ্তাই হ্রদে পৌছলে ইঞ্জিন নৌকাটি পানির মধ্যে ডুবে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সাথে সাথে নৌকাটি পানিতে ডুবে গেলে নৌকায় থাকা অন্যান্যরা পানিতে লাফ দেন। আশে পাশে অন্য বোটের, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে উদ্ধার করে। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং ৩জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ মন্দিরে শিব চর্তুদর্শী মেলা এসেছিলেন। সেখানে থেকে রাঙামাটি বেড়াতে আসেন।
ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহামান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিভিন্ন নেতৃবৃন্দ আহতদের দেখতে হাসপাতালে যান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জয়পুর হাট থেকে থেকে রোববার সীতাকুন্ডে তীর্থে এসেছিলেন। আজ বিকালে তারা কাপ্তাই হ্রদে ভ্রমনে এসেছিলেন। তারা ভ্রমনের সময় ডিসি বাংলো কাছাকাছি পৌছলে নৌকাটি ডুবে গেছে। তিনি আরো জানান, বেড়াতে আসা পর্যটক কাপ্তাই হ্রদের কোথায় গাছের গোড়া আছে কি নাই তা জানবেন না। তবে স্থানীয় বোট চালকদের জানার কথা, এজন্য তাদের আরো সর্তক হওয়া উচিত। বোট চালকদের আরো সর্তক করা হবে।