ফের ৭ একর পপিক্ষেত ধ্বংস করলো বিজিবি

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৪:০৮ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১০:১০:০৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর এক বিশেষ অভিযানে ফের ৭ একর পপিক্ষেত ধ্বংস  করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প এর একটি বিশেষ টহল পরিচালনা করে এই পপি ক্ষেত ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের আওতাধীন থানচি উপজেলার আমইপাড়া এলাকায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম (পিএসসি) এর নির্দেশনায় সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময়  দুর্গম পাহাড়ের ৪টি টিলায় ৭ একর পপিক্ষেত স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম (পিএসসি) জানান, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী সীমান্ত অপরাধ দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এই ধরণের মাদক নির্মূল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত :  এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বান্দরবানের বলিপাড়ার দুর্গম পাহাড়ে ৩০একর নিষিদ্ধ মাদক দ্রব্য পপি ক্ষেত এর সন্ধান পেয়েছি বিজিবির সদস্যরা ,পরে তা স্থানীয় জনসাধারণণের উপস্থিতিতে পুড়িয়ে ধবংস করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions