রাঙামাটি নাটঘর একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৪৫:৫৪ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১০:৪১:৪৫
বিশেষ প্রতিনিধি, সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি, ২০২৩ উপলক্ষে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাঙামাটি নাটঘর একাডেমীর উদ্যোগে শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট চিত্রশিল্পী শওকত জাহান। বিশিষ্টজনের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠক ইন্টুমনি তালুকদার, সমাজসেবক শ্যাম প্রসাদ চাকমা, নাটঘর একাডেমীর সাধারণ সম্পাদক তরুন চাকমা ও সাংস্কৃতিক সম্পাদক নবাশীষ চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটঘর একাডেমীর পরিচালক প্রনব চাকমা। উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে অর্নি ট্যুরস এন্ড ট্রাভেল ও রেগা প্রকাশনী।

অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষা দিবসের তাৎপর্য আলোচনা করেন এবং স্বীয় মাতৃভাষা ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন। তারা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য এধরণের আয়োজনকে স্বাগত জানান এবং আগামীতে চলমান রাখার আহবান জানান। অনুষ্ঠানে চিত্রাংকন, সংগীত ও নৃত্য প্রতিযোগীতায় বিপুল সংখক শিশুকিশোর অংশ নেন।

পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions