সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। ইঞ্জিন চালিত বোটের মেশিনের সাথে হিজাব পেচিয়ে ইকরা (৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার ঝর্ণাটিলা এলাকায় বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথিমধ্যে এঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রতিদিনের ন্যায় ইঞ্জিন চালিত বোটে করে মাদ্রাসায় যাচ্ছিলো ইকরা। চালকের সামনে ইঞ্জিনের পাশে বসা ছিলেন। ঝর্ণাটিলা কবরস্থানের কাছাকাছি স্থানে গিয়ে হঠাৎ ইকরার হিজাব ইঞ্জিনের চাকার সাথে পেচিয়ে যায় এবং সাথে সাথে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
ইকরা রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু সদর ইউপির ৭নং ওয়ার্ড ঝর্ণাটিলা নামক এলাকার নুর মোহাম্মদের মেয়ে। স্থানীয় হেডম্যানটিলা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন এবং একই মাদ্রাসা শিক্ষক আবু বকরের বোটে করে মাদ্রাসায় যাতায়াত করতেন।
এবিষয়ে মাদ্রাসা শিক্ষক আবু বকর জানান, গত তিন বছর ধরে আমার সাথে বোটে করে ইকরা মাদ্রাসায় যাতায়াত করতো। আজকে বোট চলন্ত অবস্থা ইকরা হঠাৎ ইঞ্জিনের দিকে দোলে পড়ে যায়। সাথে সাথেই ইঞ্জিন বন্ধ করে তাকে উদ্ধার করি। পরবর্তীতে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আফজাল হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। পরীক্ষা করে দেখার পর তাকে নিয়ে যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন জানাম, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগত ব্যবস্থা নেয়া হ