প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:৫৯:১২
| আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৮:৪৮:১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলার দুর্গম থানচি উপজেলা গহীন অরণে নিষিদ্ধ মাদক দ্রব্য পপি ক্ষেত পুড়িয়ে ধবংস করেছে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবানের বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম (পিএসসি) এর নির্দেশনায় টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইনয়ামুল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
এসময় বিজিবি সদস্যরা ৩০একর জায়গা জুড়ে বিশাল পপি ক্ষেতের সন্ধান পায় এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সেই ক্ষেত কেটে আগুনে পুড়ে ধবংস করে, এসময় পপি চাষীরা পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি।
বান্দরবানের বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম (পিএসসি) জানান, বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ৩০একর পপিক্ষেত ধ্বংস করেছে, যার আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ২৫ লক্ষ টাকা। তিনি আরো জানান, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান,মাদকদ্রব্য,অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ,দুর্গম পাবর্ত চট্টগ্রামে শান্তি প্রতিষ্টা এবং সীমান্তে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবির সদস্যরা।