সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত “দুঃস্থ মহিলা উন্নয়ন” (ভিজিডি) কর্মসূচির ২০২১-২২ চক্রের মৈদং ইউনিয়নের সুবিধা ভোগীদের সঞ্চয় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) মৈদং ইউনিয়নের শীলছড়ি বাজারে সুবিধা ভোগীদের মাঝে এসব সঞ্চয় তুলে দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা। এ সময় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, স্থানীয় কার্বারী কাঞ্চন কুমার কার্বারীসহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যগণ ও স্থানীয় ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড সদস্য রাজন মুনি তঞ্চঙ্গ্যা, ইউপি সচিব সুমন চাকমা, সমহার ভিজিডি কর্মসূচির উপজেলা সমন্বয়ক সুমন্ত চাকমা।
মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা বলেন, সুবিধা ভোগীদের জমানো সঞ্চয় যথাযথ ভাবে পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ নিবেদিত ভাবে কাজ করছে। তারই ধারা বাহিকতায় সুবিধা ভোগীদের সুবিধার্থে ১৭ ফেব্রুয়ারি ফকিরাছড়ি বাজার, ১৮ ফেব্রুয়ারী জামেরছড়ি বাজারে পৃথক পৃথক ভাবে ৩৩৭ জন সুবিধাভোগী মাঝে প্রতিজনকে ৪ হাজার ৮শ টাকা করে সঞ্চয় পৌঁছে দেওয়া হবে।