সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ ও উপজেলা পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার এম.কে ইমাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। পড়ালেখার পাশাপাশি সুষ্ঠ মেধা বিকাশে খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন রয়েছে। সরকার বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ নিয়ে শিশুদের সুশিক্ষা নিশ্চিতের সঙ্গে সুনাগরিক হিসেবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেছে।