জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাইকা টিমের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:২৫:০৫ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০১:৪৫:৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (বুধবার) অপরাহ্ন ১টায় জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী) বাংলাদেশ এর সিনিয়র রিপ্রেজেন্টিটিভ মিজ মিউরা মারির নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সাথে তার অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

প্রতিনিধিদলটি সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যানকে বলেন, পার্বত্য চট্টগ্রামের বন ব্যবস্থাপনা সম্পর্কে বিদ্যমান তথ্য সংগ্রহ এবং এলাকার মানুষের উন্নয়নে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে কাজ করার জন্য তারা আগ্রহী। তারা বলেন, বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় শাসন কাঠামো ভিন্নতর হওয়ায় পার্বত্য জেলা পরিষদ এবং স্থানীয় উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে উন্নয়ন কাজের ক্ষেত্রে সমন্বয় কিভাবে হয় এবিষয়ে পরিষদের দৃষ্টিভঙ্গী জানার জন্য তারা এখানে এসেছেন।  

চেয়ারম্যান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, আইন অনুযায়ী ভূমি ও বন ব্যবস্থাপনা এখনও পরিষদের কাছে হস্তান্তর হয়নি। তবে ইউএনডিপির সহায়তায় জেলার গ্রামীণ সাধারণ বন(ভিসিএফ) রক্ষার্থে পরিষদ কাজ করে যাচ্ছে। এসব ভিসিএফ এর সন্নিকটে থাকা গ্রামীণ জনগোষ্ঠীগুলির জীবনমান উন্নয়ন করা গেলে জেলার গ্রামীণ সাধারণ বন রক্ষায় প্রভূত উন্নতি সাধিত হবে। তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষিতে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষাব্যবস্থা, ফলবাগান, প্রাণীসম্পদ, মৎস্য এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে মার্কেটিং সিস্টেমকে উন্নত করার ক্ষেত্রে জাইকা কাজ করতে পারে। তিনি বলেন, ২০০৮ সাল থেকে ইউএনডিপির উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়ন, ডেনমার্ক, কানাডা, আমেরিকা প্রভৃতি দেশের আর্থিক সহযোগিতায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি জাইকার প্রতিনিধিদেরকেও ইউএনডিপির মত এ জেলার উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন সহযোগী হওয়ার জন্য আহ্বান জানান।  

সাক্ষাতকার অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, ইউএনডিপির সহকারি আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, জাইকার ফরেস্ট এন্ড ন্যাচার কনজার্ভেশন প্রোগ্রাম এর সিনিয়র এডভাইজার হিরোশী নাকাটা, জাইকা প্রতিনিধি ডাইসুকো ইতো, ফরেস্ট্রী নেচার কনজার্ভেশন গ্রুপ এর উপ সহকারি পরিচালক কেনটু ইকোই, জাইকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনিসুজ্জামান চৌধুরী এবং CHTWCA এর চিফ টেকনিকেল এডভাইজার ড. এ রাম শর্মা, পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions