বাঘাইছড়িতে জনসংহতি সমিতির সুবর্ণ জয়ন্তী পালন

প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:১৮:০৭ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ১১:৫১:১১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫১তম সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে বাঘাইছড়ি উপজেলায়। জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে বাঘাইছড়ি ইউনিয়নে বটতলা কমিউনিটিং সেন্টারে দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সুবর্ণজয়ন্তী  উদযাপন কমিটির আহবায়ক  সুশীল তালুকদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি  ডা. সুমতি রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য প্রদান করেন মন্তুু চাকমা, সদস্য জেএসএস বাঘাইছড়ি থানা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -পূলক জ্যোতি চাকমা, সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখা, ধন বিকাশ  চাকমা, সদস্য জেএসএস বাঘাইছড়ি থানা শাখা,  ভারত প্রত্যাগতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,  দিলীপ চাকমা, জনপ্রতিনিধিদের পক্ষে সারোয়াতুলী ইউনিয়ন পরিষদের সদস্য- অমূল্য রতন চাকমা(মেম্বার) খেদারমারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জ্ঞান আলো চাকমা(মেম্বার), বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিলীপ চাকমা(মেম্বার)  ও সংরক্ষিত মহিলা সদস্য রাশিকা চাকমা, অনিক চাকমা, সদস্য যুব সমিতি বাঘাইছড়ি থানা শাখা।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে   তিন শতাধিক  মানুষ অংশগ্রহন করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions