বান্দরবানে বিশ্ব বেতার দিবস উদযাপন

প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:০৯:১৩ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৬:০৭:১৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ বেতার ও শান্তি ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়েছে।
 সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব বেতার দিবসটি উপলক্ষে বান্দরবান বেতার কেন্দ্র থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বান্দরবান বেতারের কর্মকর্তা,সংবাদ পাঠক-পাঠিকা, উপস্থাপক, কলা-কৌশলীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

পরে বেতার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম হিসেবে বেতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  এসময় বক্তারা আরো বলেন , একসময় সংবাদ মাধ্যম হিসেবে বেতারই ছিল সবচেয়ে ভালো মাধ্যম, গ্রামেগঞ্জে বেতার ছাড়া কেউ চলতেই পারতো না, তবে যুগের বিবর্তনে বেতারের কার্যক্রম কিছুটা পিছিয়ে গেলেও এখন এর গুরুত্ব ও কদর বেড়েছে। এসময় বক্তারা বেতারে প্রচারিত সংবাদ, গান ও বিভিন্ন প্রামাণ্য অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এবি এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মামুনুর রহমান , উপ-বার্তা নিয়ন্ত্রক অজিত কুমার নাথ, সহকারী পরিচালক প্রকাশ কুমার নাথসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সংবাদ পাঠক-পাঠিকা, বিভিন্ন শিল্পী এবং কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions