সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। লংগদু বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লংগদু ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন পরিচালনা কমিটি লংগদু বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোঃ জমির উদ্দিন, সদস্য নুর মোহাম্মদ ও ঝন্টু কুমার চৌধুরীর উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৩টি পদে ৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে ৭১ ভোট পেয়ে ছাতা প্রতীকে মিঠু বড়ুয়া ও মোঃ জহির উদ্দিন দেয়াল ঘড়ি প্রতীকে ৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং মোঃ মাহফুজ রেজা টিউবওয়েল প্রতীকে ৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, লংগদু বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২৯টি। এরমধ্যে ভোট গ্রহণ হয়েছে ১২৮টি।