সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে বাইট্টাপাড়া বাজার এলাকায় শনিবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা করে।
বিএনপির উপজেলা ও মাইনীমূখ-লংগদু ইউনিয়নের নেতাকর্মীরা বাইট্টাপাড়া ৩৬ আনসার ব্যাটালিয়ন সদর দফতরের সামনে থেকে প্রধান সড়কে একটি পদযাত্রা বের করে। পরে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
পদযাত্রায় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃশাহ আলম মুরাদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য এ পদযাত্রা। আরও বলেন গণতন্ত্র হরণকারী, লুটেরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বর্তমান অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য দাবী জানিয়ে সরকারকে হঠাতে চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছে বলে উল্লেখ করেন।