সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে উপজেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একদিন ব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। এসময় বিশেষ অথিতি উপজেলা মৎস কর্মকর্তা তানভীর আহমেদ, সহকারী কোর্স পরিচালক ও সহকারী প্রশিক্ষক নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উপজেলার নিবন্ধনকৃত সকল সমবায় সমিতি থেকে পাঁচজন করে মোট পঁচিশ জন প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হয়।
এসময় বক্তরা বলেন, সমবায়ের মাধ্যমো মৎস পালন ও হাস মুরগি পালেন এবং কৃষি চাষাবাদে অধিক লাভবান হওয়ার বিষয়ে অবহিত করেন।