ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পার্বত্যমন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী

প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:৫৬:৫৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৫৪:৩৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির এপিএস সাদেক হোসেন চৌধুরী ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২  ফেব্রæয়ারী) রাত এগারোটায় রাজধানী ঢাকার কাওরান বাজার সার্ক ফোয়ারার সামনে এ ঘটনা ঘটে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: রেজুয়ান খান জানান, রাজধানীর বেইলি রোডে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বাসভবন থেকে দাপ্তরিক কাজ শেষে রাতে ফার্মগেটে নিজ বাসায় ফেরার পথে পার্বত্যমন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী ছিনতাইকারীর কবলে পড়েন। এপিএসকে বহনকারী গাড়িটি কাওরান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়, এপিএস এ সময় ছিনতাইকারীকে বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরির আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: রেজুয়ান খান জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তিকৃত এপিএস সাদেক হোসেন চৌধুরীর হাতে একটি অপারেশন হবে, আর তার জন্য সকলের কাছে দোয়াও কামনা করেন তিনি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions