রামগড়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা এম‌পির শীতবস্ত্র ও অনুদান প্রদান

প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৪:৪৪ | আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ০৬:৪২:৫৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড় উপজেলায় শীতার্ত অসহায় দুঃস্থদের মাঝে ১২শ শীতবস্ত্র, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দুটি জেনারেটর এবং সাত লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামগড় সরকারী কলেজ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র অনুদান বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮নং আসনের সাংসদ ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়া উপজেলার মসজিদ, মন্দির বৌদ্ধ বিহারে লাখ টাকাসহ দুইটি জেনারেটর অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিকালে রাসক মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে উক্ত শীতবস্ত্র অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পাহাড়ে আওয়ামীলীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দল মতাদর্শের মানুষ ছাড়াও পাহাড়ী- বাঙ্গালী সম্প্রীতির বন্ধনে এক সাথে বসবাস করছে। যা অন্য কোন সরকারের সময় সম্ভব হয়নি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রাসক অধ্যক্ষ আব্দুল লতিফ,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া শুভ মঙ্গল চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, ওসি মিজানুর রহমান, পৌর মেয়র মো. রফিকুল আলম, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা 'লীগ সভাপতি মোস্তফা হোসেন, জনপ্রতিনিধি,জেলা -উপজেলার নেতা কর্মীসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions