খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৩ ১২:২৬:৪৪ | আপডেটঃ ০২ জানুয়ারী, ২০২৫ ০৫:২৮:৪৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়িতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার  সকালে উপজেলার গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাসাপ্রু মারমা() সড়কে পড়ে যায়।

 

স্থানীয়রা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

নিহত মাসাপ্রু মারমা মানিকছড়ির দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ম্রাচাইন্দা মারমার মেয়ে। 

 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সসহ চালক পালিয়ে যায়। মরদেহের সুরতহাল করে অভিভাবকের সম্মতিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions