অগ্নিকান্ড প্রতিরোধে লংগদু জোনের ফায়ার ফাইটিং মহড়া

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৩ ০৯:৫৯:৫৬ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৬:০৮:২৮

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)লংগদুতে অনাকাঙ্খিত অগ্নিকান্ড প্রতিরোধে লংগদু জোন কর্তৃক ফায়ার ফাইটিং মহড়া অনুষ্ঠিত হয়েছে

 

রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাইনীমূখ আর্মি ক্যাম্প প্রশিক্ষণ মাঠে লংগদু জোন কর্তৃক সকল জনসাধারনের অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ফায়ার ফাইটিং মহড়া পরিচালনা করা হয়েছে

 

এসময় উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর মোঃ রিয়াজ আহমেদ (পিএসসি), উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ৩৬ আনসার ব্যাটালিয়ন সার্কেল অ্যাডজুটেট ক্যাপ্টেন মোঃ আজহার আলী, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাজার কমিটির সভাপতি-সম্পাদক, সদস্য স্থানীয় জনসাধারণ

 

মহড়াটিতে অগ্নি সংযোগ জনিত ঘটনায় ক্ষয়ক্ষতির হার কিভাবে কমিয়ে আনা যায় তার বাস্তবধর্মী উদ্দ্যোগ গুলো দেখানো হয়েছে

 

অনুষ্ঠিত মহড়ায় উপ-অধিনায়ক রিয়াজ আহমেদ অগ্নিকান্ড সম্পর্কে এলাকাবাসীর সচেতনতার বিষয়ে আলোকপাত করেন এবং অগ্নিকান্ড দূর্ঘটনা এড়ানোর জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, অনাকাঙ্খিত অগ্নিকান্ড দূর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে অগ্নিকান্ডের কারণ, প্রতিরোধ, প্রতিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে

 

প্রসঙ্গ, গত ২১ জুলাই ২০২২ জোনের আওতাধীন দুরছড়ি বাজারে অগ্নিকান্ডে প্রায় ৫৭টি দোকান পুড়ে যায় এবং ২১ জানুয়ারি ২০২৩ বাইট্টাপাড়া বাজারে ৩১টি দোকান ভস্মীভূত হয়। এসকল বড় অগ্নিকান্ড ছাড়াও বিভিন্ন এলাকায় ছোটখাটো অগ্নিকান্ড সংগঠিত হয়েছে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions