লংগদুতে সড়ক, ফায়ার স্টেশন নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৩ ০৪:৫০:১৭ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৬:২০:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মুসলিম ব্লক হতে  মাইনীমুখ বাজার পর্যন্ত পাকারাস্তা এবং লংগদু হতে নারিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে উপজেলার ভুক্তভোগী জনসাধারন। উপজেলা সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লংগদু ভোক্তা অধিকার পরিষদের আহ্বায়ক এবিএস মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সেলিম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক, ইব্রাহিম খলিল,বাইট্টা মটর সাইকেল সমিতির সভাপতি আবু হানিফ, সহ সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারন উপস্থিতি ছিলেন।

এসময় বক্তারা বলেন, লংগদুতে ফায়ার সার্ভিসের ভবনের কাজ শুরু হয়ে শেষের পথে হলেও ঠিকাদার দীর্ঘদিন কাজ না করায় নির্মাণ কাজ অসম্পুর্ণ অবস্থায় রয়েছে। এতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপজেলার ব্যববসা প্রতিষ্ঠান ও দোকানঘর। এতে প্রশাসনের কোন নজরদারি নাই। এছাড়া উপজেলার  ৪টি ইউনিয়নের সাথে সড়ক পথের যোগাযোগ  ব্যবস্থা উন্নত করার দাবি জানান। তারা এলাকার উন্নয়নে  স্থানীয় প্রশাসনের নিরব ভুমিকা নিন্দা জানান। আগামী মার্চ মাসের পূর্বে দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর হুমকি দেয়া হয়।

পরে  ফায়ার সার্ভিস, সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  এর নিকট এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions