বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে মহালছড়িতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৩ ০২:৪৩:৩৩ | আপডেটঃ ০৬ জানুয়ারী, ২০২৫ ০৪:৫২:৫০

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)।এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন করা হয়েছে। মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

 

র‌্যালী আলোচনা সভায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, ডাঃ কে, এম মঈন উদ্দিনজুনিয়র কনসালটেন্ট(এ্যানেসঃ) ডাঃ  নুনু মারমা, মেডিকেল অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনগণ উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ কোনো মরণব্যাধি রোগ নয়, এটিকে সহজেই প্রতিরোধ করা হয়, এই জন্য দরকার সঠিক চিকিৎসা সচেতনতাবক্তারা কুষ্ঠ রোগ বিষয়ে মানুষের মাঝে আরও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions