প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৩ ০৪:৪১:২২
| আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৭:৪১:২০
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর অস্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলার জামছড়ি ইউনিয়নের রাজা খামার পাড়া এলাকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুমি হোস্টেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর অস্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং অং খুমী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী এ টি এম কাউছার হোসেন, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পানজি ত্রিপুরা, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশসহ প্রমুখ।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, শিক্ষার প্রতি সবাইকে আন্তরিক হতে হবে। শত সংকটের মধ্যেও শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষা দিতে হবে। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সু-সম্পর্ক থাকতে হবে,সব বাঁধা পেরিয়ে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ২৬শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় পাঠ্যবই।