সিএইচটি টুডে ডট কম, গদু, (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু জোন প্রতিনিধি ক্যাপ্টেন ইউসাব্বির আহমেদ সাকিল, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তাগণ মাদক, ইভটিজিং, লাইসেন্স বিহীন মোটরসাইকেল ও অহেতুক দ্রব্যমুল্য বৃদ্ধি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনাসহ উপজেলাস্থ বিচ্ছিন্ন এলাকা গুলোতে রাস্তা নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।