অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লংগদু সেনা জোন

প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৩ ০১:২৫:২০ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১২:২৪:৪০

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)সম্প্রতি লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বাইট্টাপাড়া বাজারের ব্যবসায়ীরা। অগ্নিসংযোগে নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাড়িয়ে লংগদু সেনা জোন (তেজস্বী বীর)

 

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় মাইনীমূখ আর্মি ক্যাম্প প্রাঙ্গণে লংগদু জোন কর্তৃক বাইট্টাপাড়া বাজারে অনাকাঙ্খিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হিমেল মিয়া (পিএসসি)

 

এসময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মোঃ রিফাতুজ্জামান (পিএসসি), অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইহসানুল হক পৃথু, ক্যাপ্টেন  উইসাব্বির আহমেদ শাকিল, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সোহরাব, লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শাহ নেওয়াজ প্রমুখ

 

এসময় ৬জন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে দশ হাজার করে মোট ষাট হাজার টাকা অনুদান প্রদান করেন

 

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে জোন অধিনায়ক হিমেল বলেন, "পার্বত্য জনগোষ্ঠীর যেকোনো বিপদ-আপদে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। অগ্নিকান্ডের মত ভয়াবহ দূর্ঘটনা প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে সেনাবাহিনী ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণ জনগণকে নিজেদের নিরাপদ জীবনযাপন নিশ্চিতের লক্ষ্যে আরো সচেতন হবার আহবান জানান তিনি।"

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions