মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতুল চাকমা আর নেই

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৩ ০৩:৩৯:২৬ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৫:০৭:২৮

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতুল চাকমা আর নেই। আজ দুপুর টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে তিনি মৃত্যুবরণ করেছেন বলে তার আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন

 

সকাল টার দিকে তিনি স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে স্ট্রোক করলে তাকে প্রথমে মহালছড়ি সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে খাগড়াছড়ি অথবা চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন

 

পরে তার আত্মীয় স্বজনরা চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি তার স্ত্রী দুই নাবালক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামীকাল তার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions