সেবা গতিশীলতার লক্ষ্যে মাইনী মেডিকেলে সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৩ ০৬:৩০:০০ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৯:০৮:২৫

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে বৃহত্তর মাইনীমুখ বাজারে অবস্থিত মাইনী মেডিকেল সেন্টারে নতুন দুজন ডাক্তারের যোগদান উপলক্ষে মেডিকেলের সেবাকে গতিশীল করার প্রত্যয়ে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ফার্মাসিস্ট বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে মাইনী মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ

 

গত মঙ্গলবার সন্ধ্যার পর মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফেরদৌস আলম, রাবেতা প্রজেক্টের কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহিন, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান সভাপতি ওমর ফারুক মুসা প্রমুখ

 

এছাড়াও সভায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম সওদাগর বাজার কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

এসময় নতুন ডা. জে.কে.এম সাইফুল্লাহ রেজা ডা. সানজিদা আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং মেডিকেলের সাবেক আর.এম. ডা. আবু তালহার বিদায় উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়

 

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাইনী মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম

 

অতিথিগণ বলেন, পার্বত্য অঞ্চলে এধরনের মেডিকেল সেন্টার থাকা সাধারণ মানুষদের জন্য সৌভাগ্যের। তবে দরিদ্র দুর্গম এলাকার গরিব অসহায় লোকদের সহযোগিতা এবং ভালো মানের চিকিৎসা সেবা দান করার আহ্বান করেন। প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে ভালো মানের ডাক্তার মানসম্মত সেবা দিতে হবে বলে জানান

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions