সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের বিভিন্ন মসজিদ ও শীতার্ত পথচারীদের মাঝে ৪শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২০ জানুয়ারী) দুপুরে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য তরুন ব্যবসায়ী মোঃ আরফান আলী ও তার পরিবারের উদ্যোগে এ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট গাছ ব্যবসায়ী মোঃ আরফান আলী ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে তিনি বলেন, শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব-অসহায় শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ালে কোনো মানুষকেই শীতের ভোগান্তিতে পড়তে হবে না। তিনি আরো বলেন, আগামীতে পৌরসভার নয়টি ওয়ার্ডেই শীতবস্ত্র বিতরণ করা হবে। সমাজের অবহেলিত এবং বঞ্চিত মানুষগুলোর সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।