শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর চট্টগ্রামের বিভাগীয় কারাতে প্রতিযোগিতা শুরু

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৩ ০২:৫৯:৪৪ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১২:৪৯:১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর চট্টগ্রামের বিভাগীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের আটটি জেলার দুইশত কারতে প্রতিযোগী এবারের প্রতিযোগিতার অংশগ্রহণ করেছে।

শুক্রবার (২০ জানুয়ারী) সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী ও তুলুস সামস্সহ কারাতে ফেডারেশন এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তারা।

এবারের প্রতিযোগিতায় কাতা ও কমিতে দুটি ইভেন্টে নারী ও পুরুষ খেলোয়াড়রা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় নারী একক কাতায় গোল্ড মেডেল জিতেছেন বান্দরবানের রুইতং ম্রো, দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জিতেছেন বান্দরবানের শুইনাই প্রু মারমা, ৩য় স্থান হয়ে ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম জেলার প্রগতা চাকমা ও তারিফা।

পুরুষ একক কাতায় গোল মেডেল জিতেছেন বান্দরবানের সিংকিউ মারমা, সিলভার জিতেছেন নোয়াখালীর মহরম আলী ও ব্রোঞ্জ জিতেছেন বান্দরবানের রেংহিন ম্রো ও চট্টগ্রাম জেলার মো.জারিফ।

সন্ধ্যায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.মো: আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন। এসময় বান্দরবানের জেলা প্রশাসক পুলিশ সুপার কারাতে ফেডারেশন এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions