সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে উপজেলা সাহিত্য পরিষদ গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় মাইনীমূখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার হল রুমে করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ এর সঞ্চালনায় এবং মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফেরদৌস আলম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খাঁন।
সাধারণ সভা শেষে লংগদু সাহিত্য পরিষদের ৫ সদস্যের উপদেষ্টা ও ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
মাইনীমূখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমকে প্রধান উপদেষ্টা এবং লংগদু সরকারি মডেল কলেজের প্রফেসর ঈশা কাদেরী, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মুছা ও সাংবাদিক সৈয়দ ইবনে রহমতকে সদস্য করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এদিকে কার্যকরী কমিটিতে প্রবীণ সাংবাদিক মোঃ এখলাছ মিঞা খান'কে সভাপতি ও লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক হাসান আলী খন্দকারকে সহ সভাপতি এবং করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট লংগদু উপজেলা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এসময় সভায় গাথাছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আমিনুর রশীদ, উগলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইখতিয়ারুজ্জামান, গাঁথাছড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।