সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের ১২৭জন ইমামকে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু শাখা ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং মোঃ সেকেন্দার সওদাগর এর তত্ত্বাবধানে উপজেলার ১২৭জন ইমামকে কম্বল প্রদান করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি লংগদু শাখার উপদেষ্টা মাওলানা ফোরকান আহম্মদ, বগাচতর ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ জুবাইদুল হাসান এবং সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল মতিন প্রমুখ।