প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৩ ০৭:৪৮:০০
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৯:৫৯:০৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর কর্মীরা কিশোরীদের ঋতু¯্রাবকালীন জটিলতা নিরসনে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে স্যানেটারী ন্যাপকিন বুথ স্থাপন করেছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি থেকে এ বুথের উদ্বোধন করেন- রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য আশফাক হোসেনের সঞ্চলনায় এসসয় বক্তব্য রাখেন- সংগঠনটির ‘নো প্যাড, নো সেফটি’ প্রজেক্ট লিডার শাফিন মাহমুদ, প্রজেক্ট কো-লিডার রিঝুম চাকমা, পূর্ণতা ঘোষ সংগঠনটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- ঋতুস্রাব একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা নিয়ে অনেক কিশোরী ভয় পায়, নানা ধরণের দু:চিন্তায় ভুগে এবং তাদের মধ্যে লজ্জাবোধ কাজ করে। কিন্তু এ আধুনিক যুগে লজ্জার কিছু নেই। সুস্থ্য ভাবে বাঁচতে হলে আমাদের সব জানতে হবে । বক্তারা এসময় সকল কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য কিশোরীদের প্রতি আহবান জানান।
স্বেচ্ছাসেবী সংগঠনটির এ কার্যক্রমের পৃষ্টপোষকতা করেছে রাঙামাটি পৌরসভা। একইদিনে রাঙামাটি সরকারি কলেজেও একই কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীতেও বিভিন্ন স্কুল-কলেজে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।