পাহাড়ী ছড়াতে মাছ ও শামুক সংগ্রহে নারীরা
প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৩ ০৩:২৪:৫৪
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৯:৪১:০৮
পার্বত্য জেলা রাঙামাটিকে বলা হয় লেক পাহাড়ের দেশ। এখানে পাহাড়ের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ঝিড়ি, ঝর্না ও ছড়া। পাহাড়ের ছড়াগুলোতে পানিতে মাছ আর শামুক ধরতে প্রায় প্রতিদিনই দল বেঁধে নেমে পড়ে বিভিন্ন বয়সীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা। মাছ ধরার যন্ত্র হিসেবে ব্যবহার করছেন তারা ছোট পুরাতন মশারি। সকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত ছড়ায় লুকিয়ে থাকা মাছ আর শামুক খোঁজায় ব্যস্ত সময় পার করছেন এই পাহাড়ী তরুনীরা। ছবিটি রাঙামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার পানছড়ির ছোট ছড়া থেকে তোলা।
ছবি ও প্রতিবেদন - লিটন শীল। ১৭ জানুয়ারি ২০২৩ইং