সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এর সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, প্রবীণ সাংবাদিক মোঃ এখলাছ মিঞা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও ইখতিয়ারুজ্জামানের যৌথ সঞ্চালনায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষে ৩৮টি ইভেন্টে ১১৪জন বিজয়ী শিক্ষার্থীদের ম্যাডেল পড়িয়ে দেন অতিথিবৃন্দ।