প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৩ ০৮:৩২:২৬
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১২:০৭:০০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে এবং বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষ্যে বান্দরবানে ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে বান্দরবানের বিভিন্ন খাবার পানি সরবরাহকারী প্রতিষ্টানে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে ভোক্তা আধিকার সংরক্ষণ আইন সঠিকভাবে না মেনে খাবার পানি সরবরাহ করার অপরাধে বান্দরবানের খাবার পানি সরবরাহকারী প্রতিষ্টান মেঘ, শৈমং এবং স্বপ্ন নামে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৫২ এবং ৫৩ ধারায় যথাক্রমে ৫ হাজার , ৩হাজার ও ৫হাজার টাকা সর্বমোট ১৩হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব প্রদান করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ।
এসময় কোম্পানি কমান্ডার, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) ও র্যাব-১৫ কক্সবাজার এর মেজর এইচ এম পারভেজ আরেফিন , সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিতুন কুমার বড়–য়াসহ জেলা প্রশাসন এর কর্মচারী এবং র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান,বান্দরবানের সাধারণ জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং ভোক্তা আধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল আরো জানান, আগামীতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।