রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৩ ০৫:৫০:১৭ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১২:১৬:৩৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, ১০ দফা দাবি ও বিদ্যুতের মুল্য কমানোর দাবিতে রাঙামাটি সদর উপজেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে সকালে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে  এতে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রনেল দেওয়ানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, এই সরকারকে আর বেশীদিন ক্ষমতায় থাকতে দেয়া যাবে না, দেশকে এরা লুটপাটের কারখানা বানিয়েছে। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে দেশ থেকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে আর দেশের মানুষকে চড়া দামে বিদ্যুৎ এর মুল্য দিতে হচ্ছে। 

বক্তারা আরো বলেন, দেশে গনতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, সরকার কথায় কথায় মামলা করে আর বিরোধীদলকে দমন পীড়ন করছে।
দেশে আওয়ামীলীগের অধীনে আর কোন নির্বাচন হবে না দাবি করে বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান। এবার দিনের ভোট রাতে করতে দেয়া হবে না বলেও হুশিয়ারি উচ্ছারন করেন বক্তারা।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions