সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি সহ ১০ দফা দাবী ও বিদ্যুতের বর্ধিত দাম কমানোর দাবীতে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কাউখালী স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদ অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া,র সঞ্চালনায়, উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার, সাবেক সহ সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন ও সাজাইমং মারমা, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রিপন মাষ্টার, সদস্য সচিব মিন্টু কান্তি দে, যুগ্ম আহবায়ক মিল্লাদ,মোঃ হাসেম উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. তারেক হাসান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তামজিদ প্রমূখ। এ সময় উপজেলা যুবদল,ছাত্রদল সহ বিএনপির সকল স্থরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,আওয়ামী লীগ সরকার বিএনপিকে ভয় পায়। তাই তারা বিএনপিকে আন্দোলন সংগ্রামে রাস্তায় নামতে দিচ্ছে না।তারা জানে আন্দোলন সংগ্রাম করলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই তারা প্রশাসনকে ব্যবহার করে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে।দেশে গনতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, সরকার কথায় মামলা মামলা করে আর বিরোধীদলকে দমন পীড়িন করছে।
দেশে আওয়ামীলীগের অধীনে আর কোন নির্বাচন হবে না দাবি করে বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান। এবার দিনের ভোট রাতে করতে দেয়া হবে না বলেও হুশিয়ারি উচ্ছারন করেন বক্তারা।
এদিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে উপজেলা সদরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।