সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে বিএনপির কেন্দ্র ঘোষিত ১০দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাইট্টাপাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লংগদু উপজেলা শাখার উদ্যোগে ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০দফা দাবিসহ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি লংগদু উপজেলা শাখার সহ সভাপতি মোঃ আবু নাসির, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম সহ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং গনতন্ত্র হরণকারী, লুটেরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বর্তমান অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য দাবী জানিয়ে সরকারকে হঠাতে চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছে বলে উল্লেখ করেন। বক্তারা আরো বলেন, চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।