প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৩ ০৬:২১:০৭
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০২:৪৬:০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচরে চেঙ্গী নদীর উপর নির্মিত চুণিলাল দেওয়ান সেতু নির্মাণের এক বছরেও ক্ষতিপুরণ পায়নি, সংশ্লিষ্ট জায়গার বাজার ফান্ড ও মৌজা জমির মালিকরা। ২০১৭ সনে সেতুসহ অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়, অবকাঠামো নির্মাণের ৫ বছরেও ক্ষতিপুরণ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজ রোববার দুপুরে চুণিলাল দেওয়ান সেতুর উপর মানববন্ধন করেছে ।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আলমগীর, মোঃ জাকির হোসেন, জোবেদা, মেরি চাকমা।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেন, নানিয়ারচর চেঙ্গী নদীর উপর ব্রীজ হওয়ার ফলে এই এলাকার সাথে তিনটি উপজেলার সড়ক যোগাযোগ নিশ্চিত হয়েছে। কিন্তু আমাদের পৈত্রিক সম্পত্তি অধিগ্রহণ করে সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না।
অধিগ্রহণের টাকা চলে এসেছে দীর্ঘ ৫ বছর হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে আমাদেরকে টাকা বুঝিয়ে দেয়া হচ্ছে না। কিন্তু কোন কারণে সরকার আমাদের উপর এই অন্যায় অত্যাচার করছে আমরা বোধগম্য নই।
বক্তারা আরো বলেন, অধিগ্রহণের টাকা না পেলে আমরা নিজেদের পৈত্রিক সম্পত্তি থেকে যেমন বিতারিত হয়েছি এখন আমাদের জীবনটাই যাওয়ার বাকি রয়েছে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি অধিগ্রহণের টাকা পাওয়ার জন্য জোর দাবী জানান।