সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি, লংগদুর আয়োজনে শনি ও রবিবার (১৪ ও ১৫ জানুয়ারি) সকালে লংগদু উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।
এতে এ্যাথলেটিক্স, ভলিবল, ব্যাটমিন্টন, ক্রিকেটে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশ নেয় বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও ইখতিয়ারুজ্জামান।