প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৩ ০৮:২৮:৩৮
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৫:৫৭:০৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাই হ্রদে ‘রয়েল অ্যাডভেঞ্চার’ নামক একটি বিলাসবহুল হাউস বোট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) সকালে শহরের রিজার্ভমুখ এলাকার শহিদ মিনার ঘাটে রয়েল অ্যাডভেঞ্চারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর। এ সময় মালিকপক্ষসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। স্থানীয়সহ দেশের পর্যটকবান্ধব কয়েকজন তরুণ উদ্যোক্তার যৌথব্যবস্থাপনায় কাপ্তাই হ্রদে চালু করা হয়েছে এ হাউস বোটটি।
উদ্বোধনকালে অতিথিরা বলেন, রাঙামাটির পার্বত্য এলাকা পর্যটনের জন্য বিশাল সম্ভাবনাময়। এসব সম্ভাবনার বাস্তবায়ন করা হলে স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নসহ দেশের জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষেত্র তৈরি হবে। এক্ষেত্রে কাপ্তাই হ্রদে চালু করা রয়েল অ্যাডভেঞ্চার হাউস বোট বিশেষ ভূমিকা রাখতে পারে।
মালিকপক্ষের উদ্যোক্তারা জানান, এটা কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, মূলত রাঙামাটির পর্যটন ক্ষেত্রকে উন্নয়নে এগিয়ে নিতে এবং দেশি বিদেশি ভ্রমণপিপাসু লোকজনের আবাসিক নৌভ্রমণের আনন্দদায়ক সুবিধা দিতে কাপ্তাই হ্রদে ‘রয়েল অ্যাডভেঞ্চার’ নামক হাউস বোটটি নামানো হয়েছে। এতে ভ্রমণপিপাসু অতিথিদের জন্য রাতযাপন ও থাকা-খাওয়াসহ হ্রদে আনন্দদায়ক নৌভ্রমণে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। প্যাকেজভিত্তিক থাকা-খাওয়াসহ কাপ্তাই হ্রদে দুইদিন একরাত ভ্রমণসূচির আওতায় দেশি বিদেশি যে কেউ পরিবার, পরিজন ও বন্ধুবান্ধবসহ আমাদের অতিথি হয়ে ঘুরতে পারবেন। প্যাকেজের বুকিং মূল্য সুলভে রাখা হয়েছে। আমাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যে কোনো বুকিং নেওয়া যাবে।
দ্বিতলবিশিষ্ট রয়েল অ্যাডভেঞ্চার হাউস বোটে রয়েছে রাতযাপনসহ থাকার ব্যবস্থায় ৮টি কক্ষ। উন্নত সুযো-সুবিধাসম্পন্ন এসব প্রতিটি কক্ষে রয়েছে ৪ জনের থাকার ব্যবস্থা। সবগুলো কক্ষ শৌচাগার সংযুক্ত। আরও রয়েছে দ্বোতলায় পরিচ্ছন্ন ক্যান্টিন, নিচতলায় রান্নাঘর এবং সাধারণ শৌচাগারের ব্যবস্থা। রয়েল অ্যাডভেঞ্চারের উদ্যোক্তারা হলেন- মো. মহিউদ্দিন মজুমদার (আনন্দ), রিগান বড়ুয়া আবির, মিজানুর রহমান, মো. ফারুক, ইশতিয়াক আহমেদ, দীপু সিকদার, মো. বখতিয়ার ও ইমন বড়ুয়া।