নারীদের স্বাবলম্বী করতে ১০দিনের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৩ ০৭:৪৯:০৩ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৯:২২:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য জেলা বান্দরবানের নারীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ের কলা গাছ থেকে আঁশ বের করে সেই আঁশের সুতা দিয়ে বিভিন্ন হস্তশিল্প পণ্য তৈরি করে তা বাজার জাতকরণের ১০দিনের প্রশিক্ষণ দিয়েছে নারীদের।

১০দিনের প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারী ) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজন করা হয় এক সমাপনী অনুষ্ঠানের।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আকতার সুইটি, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক আতিয়া চৌধুরীসহ বান্দরবানের বিভিন্ন সংগঠনের নারী নেত্রী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বান্দরবানে প্রচুর পরিমানে কলা চাষ হয়। ফল দেওয়ার পর যে কলাগাছ কেটে ফেলা হয়, সেই কলাগাছ সংগ্রহ করে সুতা বানিয়ে সহজেই বিভিন্ন হস্তশিল্প পণ্য তৈরি করা যায়। এসময় তিনি আরো বলেন, বান্দরবান জেলা প্রশাসন নারীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ অব্যাহত রেখেছে আর তার ফলে পাহাড়ের বেকার নারীদের যেমন কর্মসংস্থান হচ্ছে, তেমনি বাড়ছে অর্থনৌতিক সমৃদ্ধি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১০দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয় ৪০জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র হাতে তুলে দেন অতিথিরা।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions