প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৩ ০৬:৩০:১৫
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১১:০৩:৩৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলার সেতুটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর নামে নামকরণ করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙামাটি সড়ক বিভাগাধীন বগাছড়ি-নানিয়ারচর-লংগদু জেলা মহাসড়ক (জেড-১৬১২)-এর ১০ম কিলোমিটারে নির্মিত নানিয়ারচর সেতুটির নাম চিত্রশিল্পী "বাবু চুনিলাল দেওয়ান সেতু" নামে নামকরণের নিমিত্তে গত ০৩ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেন।
এই প্রজ্ঞাপনের প্রতিবাদে এবং সেতুটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর নামে নামকরণ করার দাবিতে বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলে, প্রজ্ঞাপনটি দেখে পার্বত্য এলাকার মানুষ অত্যন্ত ব্যাথিত ও মর্মাহত হয়েছে। আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা সরকারের কাছে পার্বত্য এলাকার আপামর ছাত্র জনতার আবেগ অনুভূতিকে মূল্যায়ন করে উক্ত প্রজ্ঞাপনটি বাতিল করার জোর দাবি জানাচ্ছি। কারণ উক্ত সেতুটির পাশে ঘুমিয়ে আছেন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ।
তার সম্মানে উক্ত সেতুটি "বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সেতু" নামে নামকরণ করার জন্য পার্বত্যবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলো। কিন্তু সাধারণ পার্বত্যবাসীর দাবিকে পাশ কাটিয়ে সেতুটি অন্য নামে নামকরণ করা হলো। এতে পার্বত্য এলাকার সাধারণ জনগণ খুবই মর্মাহত হয়েছে।
মুন্সি আব্দুর রউফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাঁদের অন্যতম।
মানববন্ধনে নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: হাবীব আজম, ছাত্র নেতা মো: শহীদুল ইসলাম, মো: পারভেজ, মো:রিয়াজুল ইসলাম প্রমুখ।
বক্তারা মানবন্ধন থেকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামের নামকরনের দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।