সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)।কাউখালী আওয়ামীলীগ সহ-সভাপতি সেলিম মেম্বার হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন রাঙামাটি কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কলমপতি ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ,প্রবীণ রাজনীতিবীদ মোঃ সেলিম মেম্বার।
বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বাদ জোহর ২টায় উপজেলার পোয়াপাড়া স্কুল মাঠে মরহুমের জানাযা শেষে কাউখালী উপজেলা কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের পরিবার জানান, কয়েক বছর ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছুটে আসেন প্রবীণ এই রাজনীতিবীদকে এক নজর দেখার জন্য জানাজার আগে মরহুমকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জানাজার আগে মরহুমকে স্বরণ করে বক্তব্য রাখেন,উপজেলা আওয়মীলের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দীন, ক্যাজাই মার্মা, সাধারণ সম্পাদক এরশাদ সরকার প্রমুখ। আওয়ামীলীগের এই প্রবীণ রাজনীতিবিদে মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা, উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠন, উপজেলা বিএনপি, কাউখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।