বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের পাহাড়ী ভাতা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২৩ ০২:৫২:৪০ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৪:৫৩:১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে পাহাড়ী ভাতার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীরা।  সোমবার (৯ জানুয়ারী)  সন্ধ্যায় শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব এর হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বান্দরবানের দুর্গম পাহাড়ের আনাচে কানাচে কর্মরত রয়েছে অসংখ্য শিক্ষক এবং কর্মচারী। কিন্তুু সরকারি সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পাহাড়ে চাকরি করার কারণে পাহাড়ী ভাতা পেয়ে আসছে, আর বেসরকারী স্কুল-কলেজে কর্মরতরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন। এসময় বক্তারা দ্রæততম সময়ে অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মত বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের কল্যাণে পাহাড়ী ভাতার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

বান্দরবান বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের এর সভাপতি এবং রেইচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মার্মার সভাপতিত্বে এসময় সাধারণ সম্পাদক ও চেমী ডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষময় বড়–য়া, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিানরুল হক সহ জেলার বিভিন্ন বেসরকারী স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions