শীতের দাপটে লংগদুতে বিপর্যস্ত জনজীবন

প্রকাশঃ ১০ জানুয়ারী, ২০২৩ ০৯:৫৯:৪৪ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৭:৪৭:৫৭

সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলায় হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। গত এক সপ্তাহের অধিক শৈত্য প্রবাহে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগব্যাধি। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতে কাঁপছে উপজেলাবাসী। সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছে কৃষক খেটে খাওয়া মানুষজন। তীব্র শীতে কাজে যেতে না পেরে নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন অনেকেই

 

সরেজমিনে দেখা যায়, এলাকার দরিদ্র লোকজন শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সরকারি বেসরকারিভাবে যাবৎ শীতবস্ত্র বিতরণ করা হলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা

 

প্রচন্ড শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, কোল্ড এলার্জি ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। শীত থেকে রক্ষা পেতে শীতবস্ত্র নেই এখানকার বেশীরভাগ মানুষের। এই সময়ে উপজেলাটিতে শীতের তীব্রতা অনেকটাই বেশী। তবে দিনের তুলনায় রাতে শীতের প্রখরতা অধিক। গবাদি পশুদেরও শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে রাস্তায় মোটরসাইকেল অটোরিক্সা এবং নৌপথে নৌকা, ইঞ্জিন চালিত বোট লঞ্চ চলাচলে বিঘ্নিত হচ্ছে। সূর্যের মুখ দেখা না পর্যন্ত রাস্তাঘাটে মানুষজন বের হচ্ছে খুব কম

 

ব্যাপারে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন ঠান্ডাজনিত রোগী / জন এসে ভর্তি হচ্ছেন। তবে এদের অধিকাংশই শিশু বৃদ্ধ লোক। তাদের যথাসাধ্য চিকিৎসা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions